KaathPencil

কাঠপেন্সিল দল গত ৩১শে মে, কীর্তনখোলা নদী পাড়ের পলাশপুর ৬নম্বর বেলতলা ঘাটের সংলগ্ন কলোনির দেড় শতাধিক পরিবারে কিছু অতি প্রয়োজনীয় দ্রব্য যেমন : শুকনো চিড়া, মুড়ি, টোস্ট বিস্কুট, ফিটকিরি, স্যালাইন, স্যানিটারি প্যাড সরবরাহ করেছে। একই সাথে দলটি ঘূর্ণিঝড়ের পরে বিভিন্ন সতর্কতা ও পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।

পুরো কার্যক্রমটি সফল হয়েছে একমাত্র আপনাদের সকলের সহযোগিতায়। কাঠপেন্সিলের প্রতিটি সদস্য এবং শুভাকাঙ্ক্ষীকে অশেষ ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনই এতোটা পথ পাড়ি দিতে পারতাম না।

কাঠপেন্সিলের বরিশাল জেলার ১৫ জনের একটি দল সাইক্লোন রেমাল পরবর্তী ক্ষতিগ্রস্ত স্থানটিতে কাজ করে যাচ্ছে এবং ফিল্ড ইনসপেকশন পরবর্তী সময়ে সাহায্য প্রদানে সার্বিক সহযোগিতা প্রদান করে। দলটি পরিচালনা এবং কো-অর্ডিনেশনে কাজ করছেন কাঠপেন্সিল বরিশাল জেলার জেলা সমন্বয়কারী মোঃ আবু সুফিয়ান শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *