KaathPencil

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের একটা অংশ এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে যাদের চিকিৎসা সম্পূর্ণ হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা।

গত ১২ই আগস্ট কাঠপেন্সিলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান মিদুল মিরপুর এলাকার কয়েকটি হাসপাতাল ঘুরে এ চিত্র দেখতে পান।

আমরা চাই এ সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে। এ লক্ষ্যে যে কোনো স্বেচ্ছা অনুদানকারী ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধরূপে কাজ করতে সদাপ্রস্তুত কাঠপেন্সিল। এর ভিত্তিতেই গতকাল একজন গুলিবিদ্ধ শিক্ষার্থীর চিকিৎসা লক্ষ্যে অনুদানের নিশ্চিতকরণে সহযোগীতা প্রদান করে কাঠপেন্সিল।

দলগতভাবে অথবা স্বতন্ত্রভাবে শিক্ষার্থীদের সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা শিক্ষার্থী এবং আপনাদের মাঝে সেতুর মতো কাজ করবো। এখনো অনেক শিক্ষার্থী রয়েছে যাদের আপনাদের সহযোগীতা অনেক প্রয়োজন। শিক্ষার্থী অথবা তাদের পরিবারের সাথে যোগাযোগের ক্ষেত্রেও কাঠপেন্সিল প্রয়োজনীয় সহায়তা প্রদানে আগ্রহী।

আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *